ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাতোর উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার মোটরসাইকেল যোগে বাবার সাথে এসএসসি পরীক্ষা দিতে এসে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন।
বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে নেকমরদ কলেজ সংলগ্ন গরগাও জোড়া ব্রিজের কাছে ৮ই ফেব্রুয়ারী সকাল সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
সুমির বাবা আঃ রহিম (৪৭)’র বেগতিক অবস্থা দেখে নেকমরদ বাজারে আনা হয়। ডা. আলতাব হোসেন তাকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে পথচারীরা বাবার মৃত্যুর কথা বুঝতে না দিয়ে চিকিৎসার কথা বলে সুমিকে কৌশলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। তার রোল নম্বর ৬৭৩৯৫৫। ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা শেষে সুমিকে স্কুল কর্তৃপক্ষ বাসায় পৌঁছে দেন।
ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। মৃত আঃ রহিম উপজেলার গড়গাও গ্রামের মৃত উপজেলার রাতোর ইউনিয়নের আটকোরা গ্রামের থেবদেরু মোহাম্মদের ছেলে।
সাম্প্রতিক কমেন্ট