দিনাজপুর সংবাদাতা: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সেই সাথে সকলকে দেশপ্রেমিক হতে হবে। তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসম্প্রাদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।
২৭ জানুয়ারী শনিবার সকালে দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম। এছাড়াও স্কুল শাখার সিনিয়র সহকারি শিক্ষক সিরাজাম মনিরা এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ গুল বেগম, বিদায়ী সিনিয়র শিক্ষক কেশব চন্দ্র মহন্ত, মোর্শেদা বেগম, সেতারা ইয়াসমিনসহ সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম, শিক্ষক মেহেরুন নেসা, চিত্তরঞ্জন মহন্ত প্রমুখ।
বক্তব্যশেষে প্রধান অতিথি কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ বিদায়ী তিন সিনিয়র শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য, এবার কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ হতে আসন্ন এসএসসি পরীক্ষায় ২৫৯জন, এসএসসি ভোকেশনাল শাখায় ৪১জন ও এইচএসসি পরীক্ষায় ২৩৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে প্রতিষ্ঠান প্রধান জানান।
সাম্প্রতিক কমেন্ট