কুড়িগ্রাম জেলার উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরণী ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ আল মাহমুদ হাসান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শাহানাজ সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, প্রভাষক স.ম আল মামুন সবুজ, সহকারী শিক্ষক তাজুল ইসলাম প্রমূখ।
পরে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ, বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কমেন্ট