মাহবুবুল হক খান, দিনাজপুর থেকেঃ দিনাজপুর জেলা মহিলাদলের নবগঠিত কটিমির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা মহিলাদলের সভাপতি নাজমা মসির’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, আলহাজ্ব এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, হাসানুজ্জামান উজ্জল, এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, মো. মোকাররম হোসেন, বখতিয়ার আহমেদ কচি, আলহাজ্ব মো. মোস্তফা কামাল মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মনওয়ারা চৌধুরী, সহ-সভাপতি নিজাত আরা, সুলতানা রাজিয়া জুঁই, পারুল নাহার, মাহমুদা বেগম, বিলকিস বেগম, সাংগঠনিক বিলকিস আরা ফয়েজ প্রমূখ। অনুষ্ঠানে জেলা মহিলাদলের নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী দিনের আন্দোল-সংগ্রামে মহিলাদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানান। সভায় মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
এর আগে সকাল ১২টায় দলীয় কার্যালয় থেকে জেলা মহিলাদলের কর্মীরা শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দিলে শোভাযাত্রা কর্মসূচী স্থগিত করে। পরে নির্ধারিত জেলা মহিলাদলের নবগঠিত কটিমির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কমেন্ট