বিরল সংবাদাতাঃ দিনাজপুরের বিরল ডিগ্রী কলেজের পক্ষ থেকে শনিবার দুপুরে বিরল পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে বিরল ডিগ্রী কলেজ হলরুমে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আবু হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
বাংলা বিষয়ের প্রভাষক আবুল কালাম আজাদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ, সাধারন সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট রবিউল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আবুল কালাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিরল পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাম্প্রতিক কমেন্ট