বিরলে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে সানোয়ার হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ধুলাতৈর গ্রামের ডাঙ্গাপাড়ার সেরাজুল ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আগ্রা গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির সন্নিকটের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুস শুকুর জানান, নিহত সানোয়ার দিনাজপুর শহরস্থ স্মৃতি হোমিও হলে প্রশিক্ষন নিচ্ছিল।
প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে বাই সাইকেল যোগে নিজ বাড়ি ফেরার সময় পথিমধ্যে বালু বোঝাই দ্রুতগতির ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যাওয়ার সময় বিজোড়া এলাকায় স্থানীয় জনগন আটক করে পুলিশে খবর দেয়।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আটক ট্রাক্টরটি স্থানীয় ইউপির চেয়ারম্যানের হেফাজতে দেন পুলিশ। এ ঘটনায় বিরল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট