আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে অজ্ঞাত দুর্বৃত্তের হামলার শিকার হন উদীয়মান ছাত্রনেতা নাজিবুর রহমান নয়ন (২৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য গাইবান্ধায় যায়। এসময় গাইবান্ধা ট্রাফিক মোড়ে আসা মাত্র পিছন দিক থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার হামলা চালায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করান। পরে তার অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উদীয়মান ছাত্র নেতা নাজিবুর রহমান নয়ন পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাহবুবুল আলম বিএসসি’র ছেলে। ওই পরিবারটি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত।
সাম্প্রতিক কমেন্ট