দিনাজপুরের বীরগঞ্জে চেক জালিয়াতির মামলায় এস এম নুর হোসেন (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এস এম নুর হোসেন বীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোঃ আবদুল ওয়ারেছের ছেলে।
বিকালে জিয়া সেতু সংলগ্ন ১০ নং মোহনপুর এলাকা হতে তাকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই তাজিরুল ইসলাম জানান, ২০১৩সালে দায়েরকৃত চেক জালিয়াতির মামলায় যুগ্ম দায়রাজজ কুমার শিপন মদক গত ২১/০৯/২০১৬ তারিখে ওই আসামীকে ৪ মাসের জেল ও ২ লক্ষ ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
তখন থেকে সে পলাতক ছিল।বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্ত্বিতে জিয়া সেতু সংলগ্ন ১০ নং মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট