আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা এবং জেলা প্রশাসনের আয়োজনে পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক এক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সিনিয়র কিউবেটর মো. বদিয়ার রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ রোখছানা বেগম, সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ১৮ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাম্প্রতিক কমেন্ট