দিনাজপুর সংবাদাতাঃ জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় ব্যাপক সাফল্যের সাথে ৪র্থ স্থান অর্জন করেছে দিনাজপুর।
বক্সিং প্রশিক্ষক মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বধীন ১১ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা ২টি স্বর্ণ পদক, ১টি রৌপ্য পদক ও ৪টি ব্রোঞ্জ পদক লাভ করেন।
রাজধানী ঢাকার শহীদ তাজ উদ্দীন আহমেদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এ কিক বক্সিং প্রতিযোগিতায় সারাদেশের ১৯ জেলার প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় দিনাজপুরের মোঃ আলফাজ হোসেন জনি (৪৮ কেজি ওজন) ও গোপাল বর্মণ (৭৫ কেজি ওজন) স্বর্ণপদক লাভ করেন।
এতে জারিন আনাম (৫৩ কেজি ওজন) রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া নিত্তিশ রায়, ফয়েজ আনোয়ার নিলয়, আশিকুর রহমান ও কান্তি রায় ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
সাম্প্রতিক কমেন্ট