কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলায় আজ সারাদিন ঘন কুয়াশা ও আকাশ মেঘাছন্ন থাকায় সূর্যের মুখ দেখা মেলেনি।
দিনাজপুরের সকল উপজেলা সমূহে রোববার ভোর থেকে সারাদিন ঘন কুয়াশা সহ বিরুপ আবহাওয়া বিরাজ করায় অত্র অঞ্চলের মানুষজনেরা সূর্যের মুখ দেখতে পারেনি।
সারাদিন ঘনকুয়াশা ও আকাশ মেঘাছন্ন থাকায় দিনের বেলায় অনেক যানবাহনের হেড লাইট জ্বালিয়ে রাস্তাদিয়ে চলাচল করতে দেখা গেছে।
একেবারে দিনব্যাপী এই অঞ্চলে কুয়াশা পড়ায় মানুষজনেরা শীত নিবারণের জন্য শীতের কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করতে দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন এ ধরনের ঘন কুয়াশা ও আবহাওয়া বিরুপ চলতে থাকলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়োজৈষ্ঠদের বিভিন্ন ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছেন।
সাম্প্রতিক কমেন্ট