মোসাদ্দেক হোসেন, দিনাজপুর থেকেঃ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউপির হামজাপুর গ্রামের প্রায় এক কিলোমিটার একটি ড্রেন পরিস্কার করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও উন্নয়মূলক কার্যক্রমের সংগঠন “আলোর পথে জাগো দিনাজপুর” এর উদ্যোগে শিক্ষার্থীরা সকাল ৮.০০ ঘটিকায় এই কার্যক্রম শুরু করলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রমটিতে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের সাথে এ কার্যক্রমে অংশ নেন দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেন, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের প্রভাষক মুকিদ হায়দার শিপন, ৬ নং ইউপি সদস্য ইলিয়াস হোসেন, শীল্পপতি সাইফুল্লাহ সহ সমাজের সুধিজনেরা।
কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থী মোঃ মোসাদ্দেক হোসেন ও নাঈম ইসলাম জানান, আমরা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রামটিতে বাসা-বাড়ির পানি নিষ্কাশন ড্রেন ময়লা দিয়ে ভরাট হয়ে যাওয়ায় রাস্তায় নংরা পানি জমে থাকতে দেখে পরিস্কারকরণের উদ্যোগ গ্রহণ করি।
কার্যক্রমে অংশ নেয়া দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগের সাথে একাত্ব হতে পারায় ভাল লাগছে। সবাই এভাবে এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশা-পাশি পরিবেশ সুরক্ষিত থাকবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিচ্ছন্ন হয়ে থাকায় কাদার স্থর জমে রাস্তায় ওভার ফ্লো হয়ে পানি জমে থাকে। নংরা পানির কারণে এলাকায় একটি অস্বাস্থকর পরিবেশের সৃষ্টি করেছিল। এসকল তরুণদের কার্যক্রমের প্রশংসা করেন গ্রামবাসী।
সাম্প্রতিক কমেন্ট