আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে অর্থনীতি বিভাগের সামনে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
উক্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, জুয়েল মিয়া প্রমুখ।
উক্ত আয়োজনে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করে এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে ও ১৯৭১ সালে বাঙ্গালীর যে চেতনা শোধনহীন বৈষম্যহীন, ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র গঠনে সচেতন করবে, এ ধরণের আয়োজনে মুক্তিযুদ্ধের যে চেতনা তা বাস্তবায়নে ঐক্যমত তৈরী করবে।
সাম্প্রতিক কমেন্ট