লালমনিরহাটে বিদ্যালয় গুলোতে দুর্যোগজনিত ঝুকিঁ হ্রাস ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরীতে কাজ করে যাচ্ছে এসকেএস ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে দুইটি উন্নয়ন সংস্থা। তারা জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ও সির্ন্দুণা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুর্যোগ জনিত ঝুঁকি হ্রাস ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরীতে প্রশিক্ষন দেয়ার পাশাপাশি ওই বিদ্যালয় গুলোর উন্নয়নে ভুমিকা রাখছেন।
এ উপলক্ষে আজ বুধবার হাতীবান্ধা উপজেলার বিছনদই আজিজুল রহমান উচ্চ বিদ্যালয়ে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু, প্ল্যান বাংলাদেশ’র ডিআরএম স্পেশালিস্ট কাজী আব্দুল কাদির, এসকেএস ফাউন্ডেশন’র প্রজেক্ট কো অর্ডিনেটর শফিকুল ইসলাম।
সাম্প্রতিক কমেন্ট