“ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি র্যালী বেড় হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাজীপাড়ায় তাদের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ঠাকুরগাঁও বিভাগীয় কর্মকর্তা ফরিদ-আল মামুনের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী রাজস্ব কর্মকর্তা রুবাইয়াত-ই-ওমর ফারুক, রাখিবুল ইসলাম, পরিচালক ঠাকুরগাঁও চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি মামুন উর রশিদ, চেম্বার সচিব শামিম আহমেদ, সহ-দপ্তর সম্পাদক ঠাকুরগাঁও জেলা ব্যবসা কল্যাণ সোসাইটির জাহাঙ্গির সওদাগর লাভলু প্রমূখ।
সাম্প্রতিক কমেন্ট