মাহবুবুল হক খান, দিনাজপুর থেকেঃ দিনাজপুরে ন্যাপ ঐক্য জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য।
পরে ঐক্য ন্যাপ দিনাজপুর জেলা শাখার সভাপতি এসএমএ খালেক’র সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য মোহাঃ আব্দুল মোনায়েম নেহেরু।
ঐক্য ন্যাপ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচী জেলা সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পঙ্কজ ভট্টাচার্য অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক ধারায় মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি ও শোষনমুক্ত সমাজ গড়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য শহরের মুন্সিপাড়ায় সংগঠনের জেলা শাখার নতুন অফিসের উদ্বোধন করেন।
সাম্প্রতিক কমেন্ট