নিজেই তৈরি করুন ত্বক ফর্সাকারী সাবান
শীত মানেই স্কিন প্রব্লেম। ত্বক ফাটা, শুষ্কতা, রুক্ষতা বা উজ্জ্বলতা কমে যাওয়া। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি একটা ফেয়ারনেস সাবান। এটা ইউজ করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন।
যা যা লাগবেঃ
১। কসকো/ পিয়ারস/ যে কোন ট্রান্সপারেন্ট সোপ ১টা (অবশ্যই ট্রান্সপারেন্ট সাবান নিবেন)
২। গ্লিসারিন ১ চা চামচ
৩। এলোভেরা জেল ১ চা চামচ
৪। হলুদ ১/৩ চা চামচ
৫। সবুজ ই-ক্যাপ ক্যাপ্সুল ২ টা (কমলা টা হলে ১ টা দিলেই হবে)
সাম্প্রতিক কমেন্ট