নীলফামারীর ডোমারে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কেতকীবাড়ি বিওপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজি আবুল কালাম আজাদ, ঠাকুরগাও সেক্টরের জিএসও-২ মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, চিলাহাটি পুলিশ ফাঁড়ির আইসি ফজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় এলাকার সাধারন মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।
এরআগে দুপুরে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কেতকীবাড়ি বিওপিতে চিলাহাটি ও ডাংগাপাড়া কোম্পানীর পাঁচটি বিওপি’র বিজিবি সদস্যদের সমন্বয়ে বনভোজন করা হয়।
সাম্প্রতিক কমেন্ট