দিনাজপুর সংবাদাতাঃ বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় নাট্য সমিতি সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাট্য সমিতি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জননেতা কমরেড মাহামুদুল হাসান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা,বিশিষ্ট শ্রমিক নেতা বিমল আগারওয়াল। সভাপতিত্ব করেন ছাত্রমৈত্রী দিনাজপর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফরিদুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ সাজু, আব্দুল মতিন, মোঃ জাবেদ, মোঃ লায়জু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুজাহিদ সরকার। বক্তারা বলেন, অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে ছাত্র-সংসদের নির্বাচন দিতে হবে।
সাম্প্রতিক কমেন্ট