দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সোনার বাংলা স্বর্ণ পদক-২০১৭ পেয়েছেন।
ঢাকার সাহাবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি অডিটোরিয়ামে সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজিত সোনার বাংলা স্বর্ণ পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর হাতে সোনার বাংলা স্বর্ণ পদক-২০১৭ তুলে দেন।
অনুষ্ঠানে উদ্বোদক ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানে সবাপতিত্ব করেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কমেন্ট