দিনাজপুর সংবাদাতাঃ পার্বতীপুর মডেল থানা পুলিশ দিনাজপুরের পার্বতীপুরে তেলের ট্যাংকার থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে।
৭ নভেম্বর মঙ্গলবার শহরের বার্মা ফিলিং স্টেশনের তেলের ট্যাংকারে শ্রমিক আল আমিনের (২৪) লাশ পাওয়া যায় বলে পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান।
আল আমিন ওই ফিলিং স্টেশনের কর্মচারী। পার্বতীপুর শহরের গুলপাড়ার আবছার আলীর ছেলে।
লাশ উদ্ধারের বিষয়ে ফিলিং স্টেশন মালিক রওশন আলী বলেন, “ট্যাংকার পরিষ্কার করতে গিয়ে গ্যাসে তার মৃত্যু হয়েছে।”
ওসি হাবিবুল বলেন, ফিলিং স্টেশনের কর্মচারীদের দেওয়া খবরে বিকালে তেলের ট্যাংকারের ভেতর থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।
“মনে হচ্ছে তেলের ট্যাংকের গ্যাসেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতালের লাশ মর্গে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
সাম্প্রতিক কমেন্ট