মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও থেকেঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উচধারি গ্রামের সসান ঘাট কালি মন্দিরে গত রাতে কে বা কাহারা মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির ভাংঙ্গচুর করেছে এবং মূর্তি ভাংঙ্গচুর করে।
সকালে গিয়ে এলাকাবাসী দেখতে পান যে মুন্দিরের গেটের তালা ভাঙ্গা এবং দুটি মূর্তির ভাঙ্গা ভেঙ্গে ফেলে রেখে গেছে দূর্বৃত্ত্বকারীরা।
কালি মন্দির সভাপতি- ভুপেন চন্দ্র রায় ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন এলাকার কিছু খারাপ ছেলে মিলে এ কাজ করেছে বলে প্রাথমিক ধারনা করছেন এবং তারা থানায় এই ব্যাপারে সাধারন ডায়েরি করেছেন।
সাম্প্রতিক কমেন্ট