বিরল (দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুরের বিরলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তুলশী নামের এক কৃষকের মৃ্ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশু সহ ৩ জন।
আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মৃত: ভুপেন চন্দ্র রায়ের পুত্র তুলশী রায় (৫৫)। আহতরা হলেন, নিহত তুলশী রায়ের স্ত্রী জাসনা রানী, ছেলে মধু সুধন, ভাতিজা দিপ্ত চন্দ্র রায়।
এলাকাবাসী জানান, আজ ভোরে বাড়ীর উপর দিয়ে যাওয়া মেইন তার ছিড়ে পড়ে। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎতের সাথে জড়িয়ে পরে। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
তাকে ছুটাতে গিয়ে তার স্ত্রী সহ আরো দুই জন আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকার আতঙ্ক বিরাজ করছে।
সাম্প্রতিক কমেন্ট