সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ(রংপুর) থেকেঃ “সুস্থ বিনোদনই আমাদের লক্ষ্য”মাদককে না বলুন-বাল্য বিবাহকে না বলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন আন্ত ফুটবল টুর্নামেন্ট/১৭ এর ১৬তম ম্যাচের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
৫নং সয়ার ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম কিরন।বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সয়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ৫ নং ওয়ার্ড খেলায় অংশগ্রহন করে।গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলা দেখতে হাজারো মানুষের ঢল।
আর খেলোয়ারদের উৎসাহিত করার জন্য মুখে মুখে দর্শকরা বলে সেই প্রবাদ”ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল -গায়ে যদি থাকে বল পায়ে লাগাও ফুটবল”।শেষে আন্ত ফুটবল টুর্নামেন্ট ১৬তম ম্যাচের দুটি দলের মধ্যে ৯নং ওয়ার্ডকে হারিয়ে ৫নং ওয়ার্ড জয়লাভ করে।
সাম্প্রতিক কমেন্ট