দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে ৯৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা দুর্গা মন্দির সংলগ্ন বটগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাবের সদস্যরা।
আটককৃতরা হলেন- শহরের উত্তর বালুবাড়ী এলাকার আলতাফ হোসেনের ছেলে লতিফুল হোসেন (৩২), বড়বন্দর এলাকার পান্নু খা’র ছেলে দুলাল হোসেন (২৭) ও বালুয়াডাঙ্গা এলাকার বাদল আলীর ছেলে রায়হান আলী (২০)।
দিনাজপুর র্যাবের অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাবুরা দুর্গা মন্দির বটগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতদের দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সাম্প্রতিক কমেন্ট