মো:ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) থেকেঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বেঞ্চ বিতরন করা হয়েছে।
২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৫ জোড়া করে শিক্ষার্থীদের বসার বেঞ্চ বিতরণ করেন।
আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল করিমের হাতে ১০ জোড়া বেঞ্চ বিতরণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন,ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে বিনামূল্যে বেঞ্চ সরবরাহ করা হবে।
সাম্প্রতিক কমেন্ট