দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো নবাবগঞ্জ উপজেলা সদরের (উপজেলা পরিষদের পিছনে) মৃত বাবু মিয়ার স্ত্রী আফরোজা বেগম(৪৫) ও তার বিবাহিতা মেয়ে আরিফা বেগম (২৬)।
আহতদের পরিবার সূত্রে জানা যায় আহত আফরোজা বেগম তার মেয়ে ও নাতিকে নিয়ে তাদের ওই বাড়ীতে বসবাস করে। মেয়ের জামাই ঢাকায় থাকে।
বৃস্পতিবার ভোর রাতে এক দূর্বৃত্ত প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে এবং মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে প্রতিবেশিরা জানতে পেরে আহতদের উদ্ধার করে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎিসার জন্য ভর্তি করায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক কমেন্ট