ছবির প্রোমোশন বোধ হয় একেই বলে! কখনও রাজস্থানে গিয়ে সোনার থালায় বাদশাহি লাঞ্চ, তো কখনও বারাণসীতে পান মুখে ভোজপুরী গান।
‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচার পর্বে ফের এক বার তাক লাগিয়ে দিলেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা।
সোমবার বারাণসীতে নতুন ছবির প্রমোশনে গিয়েছিলেন শাহরুখ-অনুষ্কা। সঙ্গে ছিলেন পরিচালক ইমতিয়াজ আলিও। সেখানে একেবারে প্রথা মেনে বিখ্যাত ‘বেনারসি পান’ চেখে দেখলেন শাহরুখ। নিজের হাতে পান খাইয়ে দিলেন অনুষ্কাকেও। না, এখানেই শেষ নয়।
এ দিন ‘সেজল’ অনুষ্কার জন্য বিখ্যাত ভোজপুরি গান ‘ললিপপ লাগেলু’ গানে নাচও করেন কিঙ্গ খান। শাহরুখের সঙ্গে গলা মেলাতে দেখা যায় ভোজপুরী গায়ক মনোজ তিওয়ারিকে। এ দিন শাহরুখ-অনুষ্কাকে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁদের অসংখ্য ভক্ত।
শাহরুখ জানিয়েছেন, এটাই তাঁর জীবনে প্রথম বারাণসী ট্যুর। ধূসর রঙের টি-শার্ট ও ফরম্যাল প্যান্টে একেবারেই ক্যাজুয়াল লুকে ছিলেন বাদশা। অন্য দিকে, মেহেন্দি গ্রিন এথনিক লং কুর্তা আর কপালে ছোট্ট টিপে নজর কেড়েছিলেন অনুষ্কা।
ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ-অনুষ্কার ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার, ৪ অগস্ট।
সাম্প্রতিক কমেন্ট