ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ২০ জন মহিলাসহ ১০০ জনকে আটক করেছে।
আটক কৃতদের সোমবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক কৃতদের মধ্যে ৭৪ জনের বিরুদ্ধে গতকাল সোবার পৃথক ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব বলেন, দিনাজপুর পুলিশ সুপারের নিদ্দের্শে গত রোববার দিবাগত রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যারা দির্ঘদিন থেকে পলাতক ছিল ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তাদের কে আটক করা হয়েছে।
এই ঘটনায় আটক থাকা ৭৪ জনের নামে মাদক বিক্রির অভিযোগে আজ সোমবার ফুলবাড়ী থানায়, পৃথক ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল।
সাম্প্রতিক কমেন্ট