দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে মিতু এন্টারপ্রাইজে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এ গত মঙ্গলবার রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
মিতু এন্টারপ্রাইজের প্রোপাইটর জানান, চোরেরা ডাচ্ বাংলা ব্যাংকিং অফিস সংলগ্ন ঘোড়াঘাট ৩য় শ্রেণীর সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অফিস ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে।
এর পর চোরেরা দেয়ালের উপরে লাগানো ইয়ারকুলার ভেঙে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ভিতরে প্রবেশ করে।
তারা নগদ প্রায় ২০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, আঙ্গুল ছাপের মেশিন এবং ফ্লেক্সিলোডের কিছু কার্ড একটি ব্যাগ সহ চুরি করে নিয়ে যায়। এতে অনুমান ১লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ।
বুধবার সকালে চুরি যাওয়া দুটি খালি ব্যাগ ঘোড়াঘাট হাসপাতালের উত্তর পার্শ্বে একটি ব্রীজের নিকট পাওয়া যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ও,সি (তদন্ত) শাকিলা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক কমেন্ট