দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের একমাত্র প্রধান সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি হয়েছে। খাদের সৃষ্টি হওয়ায় সেগুলোতে পানি জমেছে।
সড়কের দুপাশ দিয়ে কাদার সৃষ্টি হওয়ায় চলাচলে জন দূর্ভোগের কারণ হয়েছে। এরইমধ্যে বিভিন্ন যানবাহন চলাচল করায় তা আরও খারাপ হচ্ছে।
এ অবস্থার মধ্যে অতি কষ্টে সর্ব সাধারনকে চলাচল করতে হচ্ছে। নবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে জানা যায় সড়কটি সড়ক ও জন পথ বিভাগের আওতায় এবং তারাই সেটা দেখভাল করে থাকেন।
বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কামিনি রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওই সড়কটি খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।
সাম্প্রতিক কমেন্ট