03 Milon’চলো সবাই জীবনের আহ্বানে’ গানটি খ্যাত সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ দীর্ঘদিন পর আবারও নাটকের গানে কণ্ঠ দিলেন। সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন গায়ক, গীতিকার ও সুরকার মিলন মাহমুদ।’নগর আলো’ শিরোনামের ধারাবাহিকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু, পরিচালনা করেছেন এম আর মিজান।’নগর আলোয় উড়ছে জীবন, করছে স্বপ্নের খোঁজ/ এই এখানে সময়ের রং হচ্ছে গাঢ় রোজ’ এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীত করেছেন বনি আহমেদ। এ সম্পর্কে মিলন মাহমুদ জানালেন, ‘এর আগে আরও দুটি ধারাবাহিক নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছি। সেগুলোর কথা ও সুর আমার নিজেরই ছিল। এবার অন্যের কথা ও সুরে কাজ করলাম। গানটির কথা, সুর, সঙ্গীত সবই চমৎকার হয়েছে। শুনলে সবার ভালো লাগবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য