
একই সঙ্গে বিদেশী ফল ড্রাগন, মালটা, থাই পেয়ারা, আঙ্গুরের চারা লাগিয়ে ছাদ কৃষিকে সাজিয়েছে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে গঠিত বাস্তবায়ন দলের সমন্বয়ক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মোসাদ্দেক হোসেন জানান, কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরামর্শক্রমে আমরা সকল বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে কয়েকমাস ধরে কাজ করার পরিপ্রেক্ষিতে ছাদ কৃষিকে বাস্তব রূপে রূপায়িত করতে কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীদের নিজ উদ্যোেগে বাস্তবায়নাধীন ছাদ কৃষি প্রকল্পটি মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ ক্যাম্পাসের ছাদে পরিদর্শনে যান অধ্যক্ষ খালেকুজ্জামান। এসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, প্রভাষক আনোয়ার হোসেন সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ খালেকুজ্জামান ও শিক্ষকদের এসময় ছাদ কৃষিতে চাষ করা লালশাক, পুইশাক, কলমি শাক, করলা উপহার দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিজ উদ্যোগে ছাদ কৃষি বাস্তবায়ন করতে পারায় শিক্ষার্থীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান অধ্যক্ষ খালেকুজ্জামান। কলেজ প্রশাসন থেকে ছাদ কৃষিকে আরও সম্প্রসারিত করতে অধ্যক্ষ ত্রিশ হাজার টাকা শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
তথ্যঃ মোসাদ্দেক হোসেন
সাম্প্রতিক কমেন্ট