দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বাইশপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আনারুল ইসলামের জমিতে থাকা প্রায় ৩ শতাধিক ইউকিলিপিটাস গাছ রাতের আধারে কেটে ফেলেছে একই গ্রামের প্রতিপক্ষ অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে বাইশপুর মৌজার খতিয়ান নং-১৯৪ ও দাগ নং-১০৩৮ এর জমির উপর থাকা প্রায় ৩ শতাধিক ইউকিলিপটাস গাছ মোঃ আনারুল ইসলামের প্রতিপক্ষরা কেটে ফেলে। সরে জমিন পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে।
উল্লেখ্য যে, বর্তমান সরকার যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করছে সেখানে মোঃ আনারুল ইসলামের প্রতিপক্ষরা গাছ নিধনের মাধ্যমে সরকারের গাছ লাগানোর পরিকল্পনায় বাধা সৃষ্টির পাশাপাশি দূর্বল আনারুলের আর্থিক ক্ষতি সাধন করে চলেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক কমেন্ট