পঞ্চগড় জেলার দেবীগঞ্জের করতোয়া নদীর ভাঙ্গনে ময়নামতি চর নতুন বন্দর এলাকার বিস্তীর্ন ফসলি জমি ও ময়নামতি চরে বিশাল এলাকা জুড়ে বন বিভাগের রোপনকৃত বিভিন্ন প্রজাতির বন বাগানের গাছ বিলীন হয়ে যাচ্ছে।
নদীর এ ক্রমাগত ভাঙ্গনের ফলে হুমকির মূখে পড়েছে বন বিভাগের বাগানটি। শুক্রবার বিকেলে নদীর ভাঙ্গন দেখতে গিয়ে দেখা যাচ্ছে , ভাঙ্গনে বাগানের গাছ উপড়ে পড়ছে নদী গর্ভে।
ভাঙ্গন প্রতিদিনই একইভাবে এগিয়ে যাচ্ছে। ভাঙ্গন অব্যাহত থাকলে ময়নামতি চরের বন বাগানটি বিলীন হওয়ার আশংঙ্কা করছেন এলাকাবাসী। গ্রামবাসী করতোয়ার ভাঙ্গন ঠেকাতে বাধ নির্মানের জন্য সরকারের সহযোগীতা কামনা করেছেন ।
সাম্প্রতিক কমেন্ট