বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে বুধবার আমগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে দেবেশ চন্দ্র রায় (৩০) গত মঙ্গলবার রাতে বাড়ী থেকে নিখোঁজ হয়।
বুধবার সকালে বাড়ী সংলগ্ন (পশ্চিম পাশে) একটি আমগাছে ডালে দেবেশ চন্দ্র রায়ের লাশ ঝুলতে দেখে প্রতিবেশীরা বাড়ীতে সংবাদ দেয়।
পুলিশ সরেজমিনে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে। পরিবারের কোন সন্দেহ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট