আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শোভাযাত্রাটি গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভিএইড রোডের কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য্য। এসময় পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা ছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শহীদ আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, রাজনীতিক আনোয়ারুল কবির সজল, চঞ্চল সাহা, রকিদেব প্রমুখ। রথযাত্রা শেষে ধর্মীয় বিষয় সম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাম্প্রতিক কমেন্ট