রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ডিবি পুলিশ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ি গ্রামের কাশিম আলীর ছেলে গাঁজা চাষি মোক্তার আলী ও রামডাকুয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে চাঁন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ সময় তাদের বাড়ি থেকে ৪০ হাজার টাকা মূল্যের ৩টি গাঁজার গাছ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গাইবান্ধা ডিবি’র এসআই বিকাশ সরকার, আমিনুল ইসলাম, এ.এস.আই মানিক সরকার, আসাদ মিয়া, মাহমুদ হোসেন, ডিএসবি আব্দুর রহিম ও আব্দুল মান্নান। এ নিয়ে সুন্দরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক কমেন্ট