বিরল (দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুরের বিরলে শুক্রবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৮ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম.এ লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধার ডে-পুটি কমান্ডার রহমান আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, মহিলা লীগের সভানেত্রী কুলছুমা বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র রায়, যুবলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন, জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিরল বড়দিন উদযাপন পরিষদের সভাপতি মি. দীনেশ রায়।
আলোচনা সভায় উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট