জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কাশ্মির সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের পরামর্শ দিয়েছেন।
জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তার প্রথম সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি। কাশ্মির সংকট নিরসনে পাক-ভারত সংলাপের চেষ্টা তিনি করছেন কিনা প্রশ্নের জবাবে এ কথা পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, কেনো তিন দফা পাকিস্তানের এবং দুই দফা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। এ ছাড়া, জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে কোনো কিছু না করার অভিযোগ আনা হয় আর সে পরিপ্রেক্ষিতে এ ক্ষেত্রে অনেকগুলো বৈঠকই করা হয়েছে বলেও জানান তিনি।
মহাসচিবের এ জবাবকে কেন্দ্র করে নতুন করে আর কোনো প্রশ্ন করতে দেননি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। জানুয়ারি মাসে ক্ষমতা নেয়ার পর পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তিন দফা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন দফা বৈঠক করেছেন গুতেরেস।
সাম্প্রতিক কমেন্ট