হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুরে রোববার রাতে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে একটি বিদেশী ৯ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ওয়াসিম (২৫) নামক এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছেন।
হাকিমপুর থানার এসআই নুরুল হক জানান, র্যাব সদস্যরা উপজেলার বৈগ্রাম নামক গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ওয়াসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষ থেকে এগুলি জব্দ করেন। এবং এ অভিযোগে ওয়াসিমকে আটক করা হয়।
সোমবার সকালে র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক বাদী হয়ে হাকিমপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
সাম্প্রতিক কমেন্ট