হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুরে শনিবার ২১ রমজান/১৭ইং তারিখ দিবা গত রাত অনুমান সোয়া ২টায় থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ সামিনুর ইসলাম নামক এক মাদক চোরাকারবারীকে আটক করেছেন।
হাকিমপুর থানা ওসি আব্দুস সবুর জানান, তিনি নিজের নের্তৃত্বে সঙ্গী ও ফোর্সসহ উপজেলার নওদাপাড়া গ্রামে সামিনুরের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষে বস্তায় রাখা ফেনসিলিগুলি জব্দ করেন। এবং এসময় তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, ঈদ উপলক্ষে সে ফেনসিডিল গুলি ভারত থেকে পাচার করে দেশের অভ্যন্তরে পাচারের জন্য গোপন মজুদ গড়ে তুলেছিল।
সাম্প্রতিক কমেন্ট