মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় ইহুদিবাদী ইসরাইল অ্যারো-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাবে। পরীক্ষার জন্য ইসরাইলি সামরিক বাহিনীকে সহায়তা করছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা।
মার্কিন সাপ্তাহিক দ্যা জিউশ প্রেস এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, আগামী বছর আলাস্কার কোডিয়া দ্বীপে এ পরীক্ষা চালানো হবে। পরীক্ষার প্রস্তুতি শেষ হতে কয়েক মাস লাগবে। ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল ২ জানিয়েছে, এ পরীক্ষায় ৮ কোটি ডলার ব্যয় হবে।
অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এ পরীক্ষা চালানো হবে। বর্তমানে এ ধরণের ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে এবং ইরান এরই মধ্যে এ রকম ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বলেও সাপ্তাহিকটি জানিয়েছে। ইসরাইলি সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ব্যাপক অর্থ ব্যয় করছে আমেরিকা।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আতংকে আছে ওয়াশিংটন এবং তেল আবিব । অবশ্য তেহরান বলছে, শুধুমাত্র প্রতিরক্ষা প্রয়োজনেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে ইরান। পাশাপাশি ইরান পরিষ্কার ভাষায় এও বলেছে, তেল আবিব হামলা চালালে ইসরাইলকে ধুলোয় মিশিয়ে দেয়া হবে।
সাম্প্রতিক কমেন্ট