আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট থেকে: জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাকচাপায় সুফিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দূঘর্টনা ঘটে।
পুলিশ সূত্রে জানাযায়, এ দূর্ঘটনা ঘটেছে বুড়িমারী স্থলবন্দরের অনতি দূরে বুড়িমারী দাখিল মাদ্রাসার পাশে । মৃত্যু ছফিয়া বেগমের বাড়ি বুড়িমারী ঘাটের পাড় এলাকার করিম উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা এ প্রতিবেদকে জানান,ঘাটের পাড় এলাকায় ওই নারী পাথর কুড়াচ্ছিলেন। এমতাবস্থায় ঘটনাস্থলে পাথরবাহী একটি ট্রাক ব্যাক গিয়ার নিলে গাড়িটির পেছনের চাকার নিচে চাপা পড়ে ওই নারী।এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অনেকের মতো ওই নারীও স্থলবন্দর ও তার আশপাশের এলাকায় পাথর কুড়িয়ে উপার্জন করেন।তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় জনদের কান্নার ঢরে গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
সাম্প্রতিক কমেন্ট