আফগানিস্তানের তালেবান শনিবারের কাবুল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। কাবুলে আফগান সিনেটের ডেপুটি স্পিকার মোহাম্মদ সেলিম ইজাদিয়ারের ছেলের জানাযা এবং দাফন অনুষ্ঠানে চালানো উপুর্যপরি তিন বোমা হামলায় ২০ জন নিহত এবং ৮৭ আহত হয়েছিলেন।
তালেবান মুখপাত্র বলেছেন, কাবুলের সারাই শামালি হামলায় চালানো এ হামলায় তার গোষ্ঠীর কোনো ভূমিকা নেই।
জানাযা অনুষ্ঠানে আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানিসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তার যোগ দিয়েছিলেন। অবশ্য বোমা হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি।
সাম্প্রতিক কমেন্ট