বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ বিরামপুর থানা পুলিশ সীমান্তবর্তী কাটলা দামোদরপুরে মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীর নামে থানায় মামলা হয়েছে।
জানা গেছে, ভারত থেকে ফেন্সিডিল পাচার করে আনার সংবাদ পেয়ে থানার এসআই কামরুল ইসলাম সীমান্তের দামোদরপুর শিয়ালাপাড়া মোড়ে অবস্থান নেন।
এসময় ভারতের দিক থেকে সীমান্তের রামচন্দ্রপুর গ্রামের আহাদ আলীর পুত্র আমজাদ হোসেনকে (৩০) পোটলা নিয়ে আসতে দেখে পুলিশ তাকে ধাওয়া করে।
পুলিশের ধাওয়ার মুখে আমজাদ ফেন্সিডিলের পোটলা ফেলে পালিয়ে যায়। পুলিশ পোটলা থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
সাম্প্রতিক কমেন্ট