ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া এবং চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক জোরদার করা উচিত। তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলো কেবলমাত্র দ্বিগুণ আলোচনায় উৎসাহী কিন্তু ফিলিপাইনের স্বার্থের দিকে মোটেও নজর দেয় না; ফলে রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা উচিত।
মস্কো সফরের আগে রুশ চ্যানেল আরটিকে এ কথা বলেন তিনি। আজ (সোমবার) আরো পরে দুতের্তের মস্কো পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তবে আমেরিকার স্বার্থকে আলাদা করার জন্য ফিলিপাইনের একটি পররাষ্ট্রনীতির প্রয়োজন রয়েছে।
এর আগে, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর কাছ থেকে ফিলিপাইনের জন্য অস্ত্র কেনার বিষয়ে অব্যাহতভাবে আগ্রহ দেখিয়েছেন দুতের্তে।
সাম্প্রতিক কমেন্ট