দিনাজপুর সংবাদাতাঃ ১৭ মে বুধবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রীও পামডো’র আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতিদরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করন প্রকল্পের আওতায় আন্ত: সম্পর্ক (ইন্টরফেইস) সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতারের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অপারেশন ডিরেক্টর জেরেড ব্যারেন্টস, ফিল্ড ডিরেক্টর অতুল ¤্রং, জেলা সহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মোঃ আবু বেলাল সিদ্দিক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
প্রকল্প বিষয় নিয়ে ইউনিয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসি এন্ড কমেনিকেশন অফিসার মীর রেজাউল করীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলী,মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মোঃ নজরুল ইসলাম, পল্লীশ্রীর মোঃ তারিকুল ইসলাম, পল্লীশ্রীর ফাইনান্স এন্ড এডমিন মোঃ কামাল, এইচ আর ম্যানেজার সুরাইয়া আক্তার, সিনিয়র কমিউনিটি ডেভেলোপমেন্ট সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম ও সিডিএস মোঃ মোয়াজ্জেম হোসেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পি। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বাবুল আখতার বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচী অতিদরিদ্র জনগনের অধিকার । এই অধিকার বাস্তবায়নে জিও-এনজিওসহ সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করতে পারলে অতিদরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত হবে।
সাম্প্রতিক কমেন্ট