ফুরবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় দলিয় কার্য্যলয় থেকে একটি আনান্দ র্যালী বের হয়, র্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় দলিয় কার্য্যলয়ে এসে শেষ হয়। র্যালী শেষে দলিয় কার্য্যলয়ে দলিয় সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় ছাত্রলীগ নেতা শিমুল এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আরী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান, সৈয়দ মেহেদী হাছান রুবেল, ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।
র্যালী ও আলোচনাসভায় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট