ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, রাধিকা আপ্তের পর এবার কে দেখা যাবে মেগাস্টার রজনীকান্তের নায়িকা হিসেবে। ছবিটির বিভিন্ন দৃশ্যে রোমান্স করবেন এই দুই শিল্পী।
সূত্র জানাচ্ছে, ছবির নাম এখনও ঠিক হয়নি। ৬৬ বছর বয়সী দক্ষিণী সুপারস্টারের প্রেমিকার চরিত্রে থাকছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর অভিনেত্রী হুমা। ছবিটি প্রযোজনা করবেন রজনীর জামাতা অভিনেতা ধনুশ।
তার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রজনীর বিপরীতে ৩০ বছর বয়সী হুমা একেবারে মানানসই বলে নির্মাতা মনে করছেন। ছবিটি পরিচালনা করবেন পি এ রঞ্জিত। এ মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা।
সাম্প্রতিক কমেন্ট